সোমবার রাতেই বর্ধমান পৌরসভা ভবনের নীচের মার্কেটে মিলেছিল মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত মুরগীর মাংস। মঙ্গলবার দুপুরে বর্ধমান থানার পুলিশ হানা দিয়ে উদ্ধার করল প্রচুর মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত মুরগীর মাংস। এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে শহর জুড়ে।

বর্ধমান শহরের রবীন্দ্রপল্লীর বাসিন্দা দেবব্রত চৌধুরী সোমবার পৌরসভার নীচে একটি বেসরকারি চিকেন প্রসেসিং সংস্থার আউটলেট থেকে প্যাকেটজাত মুরগীর মাংস কেনেন। কিন্তু এরপরই তিনি লক্ষ্য করেন প্যাকেটের উপর কোন ম্যানুফ্যাকচারিং ও এক্সপায়ারি ডেট লেখা নেই। তিনি ওই আউটলেটের কর্মীদের এই বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বিষয়টি এড়িয়ে যায়। তিনি বর্ধমান থানায় অভিযোগ করেন। এরপর মঙ্গলবার দুপুরে বর্ধমান থানার পুলিশ ওই কাউন্টারে হানা দেয়। বাজেয়াপ্ত করে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত চিকেন। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে। যদিও ওই কাউন্টারের দায়িত্বে থাকা ম্যানেজার প্রদীপ দাস জানিয়েছেন, এই ঘটনার পিছনে কোন কর্মীই দায়ী। কোম্পানী কোন মেয়াদ উত্তীর্ণ মাংস বিক্রি করে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ প্যাকেটের গায়ে মেয়াদের তারিখ তুলে দেওয়াতেই এই বিপত্তি।

এদিকে শহরের বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে ওই আউটলেট থেকে বিশেষ অফারের কথা প্রচার করা হচ্ছিল শহর জুড়ে। পুরানো মাংসের স্টক ক্লিয়ার করতেই একটায় একটা ফ্রী অফারের প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ শহরবাসীর।


Like Us On Facebook