ফাইল চিত্র

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় শাসক ও বিরোধী দলের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে এবার অন্ডালের সিপিএম পার্টি অফিসে দুষ্কৃতীদের বোমা ছোঁড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

জানা গেছে, অন্ডালে বুধবার রাতে সিপিএম পার্টি অফিস বন্ধ করে দলীয় কর্মীরা বাড়ি ফিরে যাওয়ার সময় পার্টি কর্মীদের চোখের সামনে পার্টি অফিস লক্ষ্য করে একের পর এক বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পার্টি অফিসের সামনে থেকে দুটি বোমা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সিপিএম কর্মীরা অন্ডাল থানায় পার্টি অফিসে বোমা ছোঁড়ার ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে অভিযোগ দায়ের করা হয়।

Like Us On Facebook