বুদবুদের দুই বিজেপি কর্মীকে রাতের অন্ধকারে রাস্তা আটকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে। এই ঘটনায় বুদবুদের দেবশালার পদুমা গ্রামে বৃহস্পতিবার রাতে চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় আহত দুই বিজেপি কর্মী বুদবুদ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ, বৃহস্পতিবার রাতে দুই বিজেপি কর্মী নারাণ হেমব্রম ও গঙ্গাধর তপসপুরে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। এমন সময় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কাদের মন্ডল দুই বিজেপি কর্মীর পথ আটকে ব্যাপক মারধর করে। মারধরের সঙ্গে সঙ্গে তাঁদের পকেট থেকে নগদ টাকা সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় এবং অস্ত্র নিয়ে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ। তাঁরা ঘটনাস্থল থেকে কোন রকমে পালিয়ে মানকর হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকালে দুই বিজেপি কর্মী বুদবুদ থানায় অভিযোগ দায়ের করেন। নারাণ হেমব্রম ও গঙ্গাধর তপসপুরের অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ইন্দ্রজিৎ কোনার বলেন, ‘ঘটনাটি শুনেছি কিন্তু এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীরা কোন ভাবেই জড়িত নয়। এটা সম্পূর্ণ ভাবে মিথ্যা অভিযোগ। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এখন তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে।

Like Us On Facebook