বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে এক বিজেপি কর্মীর বাড়িতে তান্ডব চালানো ও মারধরের অভিযোগ উঠল শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে অন্ডালের দক্ষিণ খন্ডের ধর্মরাজ তলায়। বাড়ি ভাঙচুর, বাড়ির জিনিসপত্র, বাইক ও বিজেপি কর্মীর ব্যবসায় ব্যবহৃত ঠেলা গাড়িটিও ভাঙচুর করে দেয় শাসক দলের কর্মীরা বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার পর অন্ডাল থানায় অভিযোগ দায়ের হয়। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগকারী বিজেপি কর্মী গায়ত্রী গড়াই বলেন, ‘আমি একজন বিজেপি কর্মী। বিজেপি করার অপরাধে গত চারমাস ধরে আমার উপর মানসিক নির্যাতন করছে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। আমি তেলেভাজার দোকান করি। আমার ব্যবসা বন্ধ করে দিয়েছে। লোকসভা নির্বাচন পর্ব মিটতেই আমার উপর ফের হামলা করল তৃণমূল কংগ্রেস কর্মীরা।’ এদিকে গায়ত্রী গড়াইয়ের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলেন, ‘বিজেপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর বদনামের চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন সম্পর্ক নেই।’

Like Us On Facebook