এক বিজেপি কর্মীর গলায় ব্লেড চালানোর অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। ধৃতের নম নাড়ুগোপাল সিং, বাড়ি বড়গোপীনাথপুরে। সোমবার পুলিশ তাঁকে বর্ধমান আদালতে হাজির করলে দু’দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বিচারক। এদিকে, জখম মিঠুন মন্ডল নবাবহাটের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে খন্ডঘোষের তোড়কোনায় আম্বা গ্রামের বাসিন্দা মিঠুন মন্ডলের সঙ্গে নাড়ুগোপাল সহ কয়েকজনের ঝামেলা বাধে। বচসার মধ্যে হঠাৎ নাড়ুগোপাল মিঠুন মন্ডলের গলায়, বুকে এলোপাথারি ব্লেড চালায় বলে অভিযোগ। এতে তাঁর গলায় গভীর ক্ষতের সৃষ্টি হয়। মিঠুনবাবুকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সেহারাবাজার এবং পরে বর্ধমানের একটি নার্সিংহোমে ভর্তি করেন। যদিও পুলিশ মনে করছে, পুরানো বিবাদ থেকেই এই ঝামেলা।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?