রবিবার রাতে অন্ডালের পিওর শীতলপুর ৬ নম্বর এলাকায় এক বিজেপি নেতার বাড়িতে ঢুকে একদল দুষ্কৃতী ব্যাপক ভাঙচুর চালায় ও ফিরে যাওয়ার সময় শূন্যে কয়েক রাউন্ড গুলি করে বলে অভিযোগ।

অভিযোগ, রবিবার রাতে পিওর শীতলপুর এলাকায় স্থানীয় বিজেপি নেতা উত্তম রামের বাড়িতে অতর্কিতে হানা দেয় একদল দুষ্কৃতী, সেই সময় বাড়িতে উত্তম রাম ছিলেন না। বাড়িতে ঢুকেই দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায়। বাড়ির সমস্ত জিনিসপত্র আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে দেয় তারপর ফিরে যাওয়ার সময় বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি ও শূন্যে কয়েক রাউন্ড গুলি করে চলে যায়। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে।

স্থানীয় বিজেপি নেতা ঘনশ্যাম রামের অভিযোগ, আসন্ন লোকসভা নির্বাচনে এলাকায় আতঙ্ক তৈরি করতে পুরো ঘটনাটি তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব পরিকল্পনামাফিক ঘটিয়েছে। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। জানা গেছে, এই ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook