.
এবার নির্বাচন কমিশনের নজরে বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস। বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস।
কালনার বাঘনাপাড়ায় মাধব মাঝি নামে এক ব্যক্তি কীটনাশক খেয়ে আত্মঘাতী হন। পরিবারের দাবি, ভাগচাষি মাধব মাঝি চাষে ক্ষতির কারণে দেনার দায়ে আত্মঘাতী হয়েছেন। খবর পেয়ে বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের পরিবারটির সঙ্গে দেখা করতে যান। সেখানে পরিবারের দুরবস্থার কথা জানতে পেরে তিনি পরিবারটির পাশে দাঁড়াতে নিজের পেনশন অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেন। নির্বাচনী বিধি লাগু হওয়ার পর এই ধরণের প্রতিশ্রুতি নিয়ে তৈরি হয় বিতর্ক। টাকা দিতে চেয়ে বিজেপি প্রার্থী আচরণবিধি ভেঙেছেন বলে অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব। কমিশনে লিখিত অভিযোগ করা হয়েছে বলে দাবি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্তর। অভিযোগ তদন্ত করে দেখা হবে বলে জানালেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।