শিশুর বাঁ পায়ের বদলে ডান পায়ে অস্ত্রোপচারের অভিযোগ উঠল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় এই রকমই চ্যাঞ্চলকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। বিক্ষোভে ফেটে পড়ে শিশুর পরিবারের লোকজন।
শিশুর পরিবার সূত্রে জানা গেছে, হাওড়ার আমতায় বাড়ি ন’মাসের নবীনা খাতুনের। মামার বাড়ি হুগলির আরামবাগের বালিদেওয়ানগঞ্জে। সেখানে থেকেই দুধের শিশু নবীনার চিকিৎসা হচ্ছিল বর্ধমান হাসপাতালে। তার বাঁ পায়ে সমস্যা ছিল। বাঁকা ছিল জন্ম থেকেই। ঠিক ছিল মঙ্গলবার বিকালে নবীনার বাঁ পায়ে অস্ত্রোপচার হবে। সেই মত এদিন তাকে সকালে ভর্তি করা হয়। বিকালে তার অস্ত্রোপচারও হয়। বিপত্তি ঘটে যখন সফল অস্ত্রোপচারের পর নবীনাকে তার পরিবারের হাতে দেওয়া হয়। প্রথমে নবীনার মা-বাবা ধন্ধে পড়েন। বাঁ পায়ের পরিবর্তে ডান পায়ে ব্যাণ্ডেজ বাঁধা কেন। কর্তব্যরত চিকিৎসকদের বিষয়টি গোচরে আনতেই তারা নবীনাকে ফের অপারেশন থিয়েটারে নিয়ে যান। এবার অবশ্য বাঁ পায়ে অস্ত্রোপচার করা হয়। গোটা বিষয়টি বুঝে ওঠার পরই নবীনার আত্মীয়রা ক্ষোভে ফেটে পড়েন। হাসপাতালের সুপারের পাশাপাশি তারা পুলিশেও গোটা বিষয়টি জানায়।
হাসপাতাল কর্তৃপক্ষ ভুল চিকিৎসার কথা অস্বীকার করেছেন। কর্তৃপক্ষের দাবি, বাচ্চাটির দুটি পায়েই সমস্যা ছিল। চিকিৎসক আগে ডান পায়ে অস্ত্রোপচার করেন পরে পরিবারের দাবি মেনে বাঁ পায়েও অস্ত্রোপচার করা হয়। পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার।