আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল বর্ধমান উত্তর ও দক্ষিণ বিধানসভার দুই তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী খোকন দাস ও বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী নিশীথ মালিকের বিরুদ্ধে হেলমেট বিলি করে আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ। অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।
বৃহস্পতিবার শিবরাত্রি উপলক্ষে তাঁরা দুজনেই বর্ধমানের ১০৮ শিব মন্দিরে পুজো দিতে যান। সেখানে মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় তাঁরা পুজো দেন। এরপর রাস্তার পাশেই নবাবহাট যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলছিল হেলমেট বিলি। সেখানে বিনা হেলমেটে মোটর বাইক নিয়ে বের হওয়া বাইক চালকদের নতুন হেলমেট দেওয়াতেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের দুই প্রার্থীই বাইক আরোহীদের হেলমেট দেওয়ার কথা স্বীকার করেন। ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল, অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। ভুল স্বীকার করে বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়কের দাবি, প্রতি বছরই এই অনুষ্ঠান হয়। নির্বাচন বিধির কথা মাথায় না থাকায় মানুষের সুরক্ষার কথা ভেবে নিজেদের অজান্তেই হেলমেট বিলি করে ফেলেছেন।