ফের বিদ্যুতের খুঁটিতে বেঁধে চোর সন্দেহে দুই যুবককে বেধড়ক মারধর করা হল। বুধবার বর্ধমান শহরের ইছলাবাদ ঘোষ পাড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একইসঙ্গে এই অমানবিক ঘটনায় ব্যাপক চাপান উতোরও শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, এই লকডাউন পরিস্থিতিতে দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে। তার উপর আবার প্রতিদিনই এলাকায় টোটোর ব্যাটারি চুরি যাচ্ছে। ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে টোটো মালিকদের। গত রাতে টোটোর ব্যাটারি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে ওই দুই যুবক। এরপরই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এলাকার বাসিন্দা সূর্য রায় জানিয়েছেন, গত প্রায় এক বছর ধরে এলাকায় ইকো রিক্সা চুরি, ইকো রিক্সার ব্যাটারী চুরি বেড়ে গেছে। এরই পাশাপাশি বেড়েছে অন্যান্য চুরিও। তিনি জানিয়েছেন, সোমবার রাতে তাঁর বাড়ি থেকে তাঁর ইকো রিক্সার ব্যাটারি চুরি যায়। আর তারপর মঙ্গলবার রাতে আরও একজনের বাড়িতে রাত্রে পরপর দুটি ইকো রিক্সার ব্যাটারি চুরি হতেই তাঁরা হাতেনাতে ধরে ফেলেন একজনকে। পরে তাঁর কাছ থেকে খবর পেয়ে আরও একজনকে ধরা হয়। বুধবার সকালে দুজনকেই বিদ্যুতের খুঁটিতে বেঁধে চলে গণধোলাই। মারের চোটে তারা স্বীকার করেছে চুরির কথা। এই চুরি চক্রে আরও কয়েকজনের নাম জানিয়েছে তারা। তাদের সন্ধান চলছে। এদিকে, খবর পেয়েই এদিন ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। গ্রেফতার করা হয় দুই যুবককে।

Like Us On Facebook