ফের চিকিৎসার অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল বর্ধমান হাসপাতালে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়াল বর্ধমান হাসপাতালে। হাসপাতাল সুপারের ঘরের সামনে বিক্ষোভও দেখান রোগীর পরিজনেরা। মৃতের নাম আজিম সেখ (৬৭)। বাড়ি বর্ধমানের বাজেপ্রতাপপুরের মালির বাগানের ঘোষপাড়ায়। বুধবার সকাল সাড়ে দশটার সময় পরিবারের লোকজন বুকে ব্যাথা নিয়ে আজিম সেখকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে যান। অভিযোগ কর্তব্যরত চিকিৎসকরা রোগীকে কোন চিকিৎসা না করেই তাঁকে আউটডোরে টিকিট করে রাধারাণী ওয়ার্ডের চেস্ট বিভাগে ভর্তির পরামর্শ দেন। টিকিট করা ও রোগীকে চেস্ট বিভাগে নিয়ে যাওয়া সব নিয়ে প্রায় আধ ঘন্টা কেটে যায়। তারপর যখন রোগীকে চেস্ট বিভাগে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসকরা আজিম সেখকে মৃত বলে জানান। কার্যত আধঘন্টা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে বুকে ব্যাথা নিয়ে রোগী আজিম সেখ বিনা চিকিৎসায় পড়ে থাকেন। বর্ধমান হাসপাতালে কার্যত বিনা চিকিৎসায় মারা যান আজিম সেখ। এই ঘটনার পরই পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা হাসপাতালের সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান। লিখিত অভিযোগ দায়ের করা হয় ডেপুটি সুপার অমিতাভ সাহার কাছে। ডেপুটি সুপার জানান গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।