চিকিৎসায় গাফিলতি ও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ বর্ধমানের খোসবাগানের এক বেসরকারি নার্সিংহোম ও চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার নার্সিংহোম কর্তৃপক্ষের। যদিও চিকিৎসকের কোনো বক্তব্য পাওয়া যায় নি। পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর পেটে ব্যাথা নিয়ে বর্ধমানের আঁকড়বাগান এলাকার সুস্মিতা দাসকে বর্ধমানের খোসবাগান এলাকার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। অভিযোগ ভর্তি করার পর থেকেই চিকিৎসক রোগীর অবস্থা সম্পর্কে পরিজনদের আশ্বস্ত করেন। কিন্তু কয়কদিন ধরে পেটব্যাথা না কমায় রোগীর স্বামী কার্তিক দাস চিকিৎসকের সঙ্গে পরামর্শ করলে তিনি ধৈর্য্য ধরার পরামর্শ দেন। শনিবার সন্ধ্যায় রোগীকে ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু পেটের ব্যাথা না কমায় রোগীকে বাড়ি নিয়ে যাওয়া হয় নি। কার্তিক বাবু জানান, ‘শনিবার রাতে নার্সিংহোম থেকে ফোনে স্ত্রীর মৃত্যুর খবর দেওয়া হয়। ভুল চিকিৎসায় স্ত্রীর মৃত্যু হয়েছে। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।’ যদিও চিকিৎসায় গাফিলতির কথা অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষের।
Like Us On Facebook