ফাইল চিত্র

চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বর্ধমান হাসপাতালে। মৃতের উত্তেজিত পরিজনেরা বিক্ষোভ দেখালো হাসপাতাল সুপার অফিসের সামনে। মৃতের নাম কালাচাঁদ মালিক। বাড়ি দেওয়ানদিঘি থানার ভিটা খরিড্যা গ্রামে।

পরিবার ও হাসপাতালে সূত্রে জানা গেছে, গত ১০ অগষ্ট মাথায় যন্ত্রণা নিয়ে কালাচাঁদ মালিককে নিয়ে আসা হয় বর্ধমান হাসপাতালে। অভিযোগ সেই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি না করে আউটডোরে চিকিৎসার পরামর্শ দেন। আউটডোরে দেখালে সেখানে শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে সিটি স্ক্যান ও রক্তপরীক্ষার পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়। সেইমত অনাময়ে রিপোর্টও করানো হয়। কিন্তু হাসপাতাল থেকে রিপোর্ট দিতে দু তিনদিন সময় লাগবে জানিয়ে দেওয়া হয়। এরপরই আবার নতুন করে মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে তাকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, সময়মতো সিটি স্ক্যান রিপোর্ট পাওয়া গেলে ও রোগ নির্ণয় করা গেলে রোগীকে হয়ত বাঁচানো যেত। এরপরেই উত্তেজিত হয়ে পড়ে রোগীর পরিজনেরা। বিক্ষোভ দেখান হাসপাতাল সুপারের অফিসের সামনে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতাল সুপার উৎপল দাঁ।

Like Us On Facebook