অন্ডালে চাকরির নামে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাকরি না পেয়ে টাকা ফেরত চাইতে গিয়ে গন্ডগোলে জড়িয়ে পড়ে অভিযোগকারী ও অভিযুক্তের পরিবার। ঘটনায় মাথা ফাটে এক মহিলার। ঘটনাটি ঘটেছে অন্ডালের থানা রোডে।

অভিযোগ, বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার নামে সত্যপ্রিয় সিনহা নামে এক যুবকের কাছ থেকে প্রায় এক লক্ষ টাকা নেয় এলাকারই শ্রীকান্ত মিশ্র নামে এক ব্যক্তি। প্রতারিত যুবকের বাবা সমীর সিনহা জানান, এক বছরে কোন চাকরির ব্যবস্থা করতে না পারায় রবিবার সকালে তাঁরা টাকা ফেরত পেতে শ্রীকান্তের বাড়ি যান। সঙ্গে ছিলেন সমীরবাবুর বৃদ্ধা মা ও। সমীরবাবু জানান, তাঁরা তাদের টাকা ফেরত চাইলে অভিযুক্ত শ্রীকান্ত টাকা ফেরৎ দিতে অস্বীকার করে। দুই পক্ষের কথা কাটাকাটির পর সমীরবাবুরা শ্রীকান্তের বাড়ির সামনে ধর্ণায় বসার হুমকি দিলে তাঁদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে দাবি সমীরবাবুর। সমীরবাবু বলেন, ‘শ্রীকান্ত ও তাঁর বাবা মিলে তঁদের উপর হামলা চালায়। আমার বৃদ্ধা মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে তাঁর মাথা ফেটে যায়। তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে খাঁদরা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অন্য হাসপাতালে পাঠানো হয়।’ ছুরির আঘাতে সমীরবাবুও আহত হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত শ্রীকান্ত মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

Like Us On Facebook