মৃত্যুর পর বারো ঘণ্টা পেড়িয়ে গেলেও মৃতদেহ না পাওয়ার অভিযোগ উঠল বর্ধমান হাসপাতালের বিরুদ্ধে। এই বিষয়ে বর্ধমান হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে রোগীর পরিজনরা।

জানা গেছে, আসানসোলের রামনগর এলাকার রুকসানা খাতুন(৩৪) শনিবার বুকে ব্যাথা নিয়ে বর্ধমান হাসপাতালে যান। ওই দিন বিকালে জরুরী বিভাগে চিকিৎসা করানোর পর তাঁকে রাধারানী ওয়ার্ডে ভর্তি করা হয়। রুকসনা চার মাসের গর্ভবতী ছিলেন। রাধারানী ওয়ার্ডে রবিবার ৮টা নাগাদ রুকসনা খাতুনের প্রসব হয়ে যায়। এরপর তাঁকে প্রসূতি বিভাগে রেফার করা হয়। ওইদিন দুপুর বারোটা নাগাদ ফের তাঁকে প্রসূতি বিভাগ থেকে রাধারানী ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ রকসনা মারা যান। মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ, মারা যাওয়ার পর ডাক্তাররা জানান ৪ ঘন্টা পর মৃতদেহ দেওয়া হবে। কিন্তু রবিবার সকাল সাড়ে আটটা বেজে গেলেও দেহ পাননি পরিবার। এরপর মৃতের পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন। তারা প্রশ্ন তোলেন, হয়ত ভুল চিকিৎসায় রোগী মারা গেছে, তাই দেহ ছাড়া হচ্ছেনা। এরপর নড়েচড়ে বসে হাসপাতাল প্রশাসন। দ্রুত মৃতদেহ দেওয়ার ব্যবস্থা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, একাধিক বিভাগে চিকিৎসা হয়েছিল মৃতার। মৃত্যুর সঠিক কারণ জানতে কিছুটা সময় লেগেছে। এই কারণেই মৃতদেহ পেতে দেরি হয়েছে পরিবারের।

Like Us On Facebook