বর্ধমানের ইদিলপুর ঘাটের বালি খাদানে অভিযানে এলে ভূমিসংস্কার দফতরের আধিকারিকদের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী।
জানা গেছে, ঘটনার সূত্রপাত আজ সকাল ১০ টা নাগাদ। জেলা ভুমি ও রাজস্ব আধিকারিক ঋদ্ধি ব্যানার্জী অফিসে যাওয়ার সময় একটি ট্রাক্টরকে আটক করেন। চালান দেখাতে বললে পুরানো চালান দেখায় ট্রাক্টর চালক। চালান অনুযায়ী ঘাটের খোঁজ খবর নিতে তিনি আজ বিকেলে বর্ধমানের ইদিলপুর ঘাটে দফতরের আধিকারিকদের পাঠান। সেখানে আধিকারিকরা পৌঁছতেই তাঁদের উপর বালি ঘাটের কর্মী ও চালকরা হামলা চালায় ও গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে বর্ধমান থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে অভিযান চালায়। দুটি বালির গাড়ি, বেশ কিছু সাইকেল সহ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।