নাট্য কর্মশালায় ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠলো খোদ প্রশিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমানে। ৮ থেকে ১৩ অক্টোবর বর্ধমানের রবীন্দ্র ভবনে ছ’দিনের নাট্য প্রশিক্ষণ শিবির চলছে। রাজ্য সরকারের উদ্যোগে ও মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্রের ব্যবস্থাপনায় এই কর্মশালা হচ্ছে। প্রশিক্ষক ও ছাত্র-ছাত্রী সকলেরই রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বর্ধমান ভবনে। দুই বর্ধমান ও বীরভূম জেলার মোট ২১ জন ছাত্র-ছাত্রী নাট্য কর্মশালায় অংশ নিয়েছেন। তার মধ্যে ৭ জন ছাত্রী আছেন। মূলত ছাত্রীদের অভিযোগ প্রশিক্ষক প্রেমাংশু রায় রাতে মদ্যপ অবস্থায় ছাত্রীদের ফোন ও দরজায় ধাক্কা দিয়ে তাদের ডাকছেন এবং তাদের কুপ্রস্তাব দিয়েছেন। ছাত্র-ছাত্রীরা নাট্য কর্মশালার কোঅর্ডিনেটর সুকুমার ঘোষকে গোটা বিষয়টি জানানোর পর গতকাল প্রেমাংশু রায়কে কর্মশালায় অংশ নিতে দেওয়া হয় নি। এরপর তিনি রাতে রীতিমত ছাত্র-ছাত্রীদের হুমকি দেন বলে অভিযোগ। অভিযোগ নাট্যকার তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর নাম নিয়ে তিনি বলেন কলকাতায় গেলে দেখে নেওয়া হবে। এই ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসনিক মহল। নবান্ন থেকে কাজল ভট্টাচার্য, গোবিন্দ দাস ছুটে আসেন বর্ধমান রবীন্দ্রভবনে। সঙ্গে ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী। তাঁরা আলাদাভাবে কথা বলেছেন ছাত্র-ছাত্রীদের সঙ্গে। প্রেমাংশু রায়কে প্রশিক্ষণের যাবতীয় কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন বর্ধমানের নাট্যকর্মীরা প্রেমাংশু রায়কে গ্রেফতারের দাবিতে বর্ধমান রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ দেখান।