.

বুধবার খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজার প্রস্তুতি শুরু করে দিল বর্ধমানের অন্যতম সেরা দূর্গাপুজো কমিটি আলমগঞ্জ বারোয়ারী। এবার তাঁদের দুর্গাপুজো ৬৯ তম বর্ষে পা দিল। পুজোকমিটির অন্যতম কর্মকর্তা মনীষ সিংহ জানিয়েছেন, ৬৯ তম বর্ষে তাঁদের থিম বাংলার দুই শিল্পলয়ে, মা আসছেন মর্তালোকে। এবারের বাজেট প্রায় ৩৩ লক্ষ টাকা। থিম রূপায়ণে থাকছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। বিগত বছরগুলির মতো এবারও পুজোর দিনগুলিতে থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, পানীয় জলের ব্যবস্থা, বিশেষভাবে সক্ষম দের জন্য ঠাকুর দেখার বিশেষ ব্যবস্থা, প্রবীণদের জন্য বিশ্রামাগার, সেলফিজোন সহ অন্যান্য একাধিক ব্যবস্থা। আগামী ২ অক্টোবর পুজো মন্ডপ ও প্রতিমা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। প্রতি বছরের মতো এবারও জনসমাগমে অন্যান্য পুজো কমিটিগুলিকে টেক্কা দেবে বলে আশাবাদী আলমগঞ্জ বারোয়ারীর উদ্যোক্তারা।

Like Us On Facebook