২১ আগস্ট থেকে মানকর স্টেশনে আর থামবে না অগ্নিবীণা এক্সপ্রেস – এমন খবর চাউর হতেই মানকরে উদ্বিগ্ন হয়ে পড়েন নিত্যযাত্রীরা। ভারতীয় রেল সুত্রে জানা গেছে, পর্যাপ্ত টিকিট বিক্রি না হওয়ার জেরেই অগ্নিবীণা এক্সপ্রেস আর মানকর রেল স্টেশনে দাঁড়াবে না। রেল যাত্রীদের একাংশের কথায়, আসলে বাংলায় ক্ষমতায় না আসার জেরে এমনটাই ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা রাজনৈতিক বদলা।

মানকর স্টেশনে আগেও অগ্নিবীণা এক্সপ্রেস দাঁড়াতো না। লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া জয় পান। এরপর সাংসদ আলুওয়ালিয়া মানকর স্টেশনে অগ্নিবীণা এক্সপ্রেসকে থামানোর ব্যবস্থা করেন। বহুদিনের দাবি পূরণ হওয়ার ফলে খুশী হন রেলযাত্রীরা। এর আগে পানাগড় স্টেশনে গিয়ে যাত্রীদের এই ট্রেন ধরতে হতো। রেলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ মানকরবাসী। স্থানীয় কংগ্রেস নেতা ও মানকরের বাসিন্দা জয়গোপাল দে বলেন ‘রেলের এই সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই। আমরা জানতাম সাংসদ ভোটের জন্য লোভ দেখিয়েছিলেন। হেরে যাওয়ার পরেই বন্ধ করে দেওয়া হল। এটা রাজনৈতিক বদলা ও চক্রান্ত।’

Like Us On Facebook