পঞ্চায়েতের বসানো টোলকে কেন্দ্র করে দূর্নীতির অভিযোগ। দোষীদের শাস্তির দাবিতে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালেন তৃণমূলের একাংশ। বর্ধমান ১ নং ব্লকের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ।

অভিযোগ, তৃণমূল পরিচালিত ২০১৩ – ২০১৮ বর্ষে পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মফিজুল রহমান সেখের আমলে উদয়পল্লী থেকে বেলকাশ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার জন্য টোল বসানো হয়। সেই টোল থেকে বালির গাড়ি এবং অনান্য চার চাকা গাড়ি থেকে টোল আদায় করা হত। সেই টোলকে কেন্দ্র করেই দূর্নীতির অভিযোগ। অভিযোগ, টেন্ডার প্রক্রিয়া ও টোলের টাকা পঞ্চায়েতে জমা পড়া নিয়ে দূর্নীতি হয়েছে। বর্তমানেও পঞ্চায়েত তৃণমূলেরই দখলে। বর্তমান প্রধান জাহানারা খাতুন অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে ওঠে বিক্ষোভ। যদিও এবিষয়ে প্রাক্তন প্রধান মফিজুল ইসলামের দাবি, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। টোল নিয়ে কোনো দূর্নীতি হয়নি। প্রয়োজনে তদন্ত করলেই উঠে আসবে সঠিক তথ্য।

Like Us On Facebook