‍পানাগড় রেল হাসপাতালে এমার্জেন্সি চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় ইস্টার্ন রেল মেন্স কংগ্রেস ইউনিয়নের কর্মীরা শুক্রবার সকাল থেকে পানাগড় রেল হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায়। কর্মীদের অভিযোগ রাজবাঁধ থেকে গলসি পর্যন্ত রেল লাইনের কাছে নিযুক্ত রয়েছে প্রায় ২০০-র অধিক কর্মী। কোন দুর্ঘটনা ঘটলে পানাগড়ের রেল হাসপাতালে চিকিৎসকের অভাবে অন্ডালের রেল হাসপাতালে যেতে হয়। ফলে রাস্তায় মূমুর্ষূ অনেক রোগী মারা যায়। অথচ পানাগড় রেল হাসপাতালের চিকিৎসকরা হাসপাতালে এসেই ২ ঘন্টা থেকে চলে যান বলে অভিযোগ ইস্টার্ন রেল মেন্স কংগ্রেস ইউনিয়নের কর্মীদের। ইস্টার্ন রেল মেন্স কংগ্রেস ইউনিয়নের সদস্য পরিতোষ চক্রবর্তী বলেন, ‘পানাগড় রেল হাসপাতালে এমার্জেন্সি চিকিৎসার জন‍্য কোন চিকিৎসক থাকে না। থাকলে মূমুর্ষূদের প্রাথমিক চিকিৎসা করাতে অন্ডাল যেতে হয় না। এতে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটছে। আমরা এর প্রতিকারের দাবিতে আজ বিক্ষোভ দেখাচ্ছি।’

Like Us On Facebook