.
পান্ডবেশ্বরের সাউথ শ্যামলা কোলিয়ারি এলাকায় বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে স্থানীয়রা খনির পরিবহণ বন্ধ করে দিয়ে পথ অবরোধ করে ইসিএলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলেন। ফলে পান্ডবেশ্বরের শ্যামলা কোলিয়ারি এলাকায় মঙ্গলবার সকালে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর সংগ্রহ করা পর্যন্ত অবরোধ চলছে বলে জানা গেছে। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত না ইসিএল কর্তৃপক্ষ বেহাল রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন চলবে। বিক্ষোভকারীদের অভিযোগ, শ্যামলা কোলিয়ারি সহ বেশকিছু সাইডিংয়ে সবসময় কয়লা বোঝাই ডাম্পার চলায় পান্ডবেশ্বরের রাস্তাগুলি বেহাল হয়ে পড়েছে। বার বার বলা সত্ত্বেও ইসিএল কর্তৃপক্ষ উদাসীন। আর এই বেহাল রাস্তায় নিত্য পথ দুর্ঘটনা ঘটে চলেছে। মঙ্গলবার ক্ষিপ্ত মানুষজন তাই কোন আলাপ আলোচনা ছাড়াই সরাসরি এবার পথ অবরোধের কর্মসূচি নেন বলে জানা গেছে।