শনিবার ঠিকাদারকে পঞ্চায়েত সমিতি অফিসে মারধরের পর রবিবার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ফের বিতর্কে জড়ালেন অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি কালোবরন মন্ডল। ঠিকাদার সমীর মুখার্জীর অভিযোগ, অন্ডাল পঞ্চায়েত সমিতির কাছে এলাকার উন্নয়নে পঞ্চায়েত সমিতির বরাত করা কাজের বকেয়া পাওনা ২ লক্ষ টাকার অধিক টাকা পঞ্চায়েত সমিতির অফিসে চাইতে গেলে পঞ্চায়েত সমিতির সভাপতি কালোবরন মন্ডল সকলের সামনে তাঁকে বেধড়ক মারধর করে। আভিযোগ, সকলের সামনে ঠিকাদারকে পেটেও লাথি মারেন পঞ্চায়েত সমিতির সভাপতি কালোবরন মন্ডল। এর পরই ঠিকাদার সমীর মুখার্জীর পরিবার পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন। অন্ডাল ব্লক উন্নয়ন অফিসের সিসিটিভির কামেরায় ধরা পড়ে মারধরের ঘটনা।
অন্ডাল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সঞ্জয় চক্রবর্তী বিষয়টি তদন্ত শুরু করলে অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি কালোবরণ মন্ডলও ঠিকাদারের বিরুদ্ধে ফোনে গালিগালাজ ও মদ্যপ অবস্থায় পঞ্চায়েত সমিতির অফিসে এসে গন্ডগোল পাকানো এবং মহিলা আধিকারিকদের শাড়ি ধরে টানাটানি সহ একগুচ্ছ অভিযোগ দায়ের করতে যান। অভিযোগ, অন্ডাল থানার পুলিশ আধিকারিক সঞ্জয় চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কালোবরণ মন্ডলের কাছে অভিযোগ গ্রহণের আগে ঠিকাদারের বিরুদ্ধে সমস্ত অভিযোগের প্রমাণ চান। এতেই অন্ডাল এলাকার প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা তথা অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি কালোবরণ মন্ডল বেজায় চটে যান। এরপরই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ফের বিতর্কে জড়ান।
এই ঘটনায় অন্ডাল থানার পুলিশ আধিকারিক সঞ্জয় চক্রবর্তী বলেন, আমি আইনের রক্ষক। পঞ্চায়েত সমিতির সভাপতি কালোবরণ মন্ডলের বিরুদ্ধে যখন মারধরের অভিযোগ দায়ের হয়েছে। সিসিটিভির ছবি খতিয়ে দেখে প্রয়োজনীয় তদন্ত করা হবে। আমার বিরুদ্ধেও কোন মানহানিকর অভিযোগ করলে প্রমাণ করতে না পারলে আমিও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন অন্ডাল ব্লক উন্নয়ন অফিসকে বলে জানা গেছে। এদিকে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করায় পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্বও ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের ওই পঞ্চায়েত সমিতির সভাপতির উপর বলে জানা গেছে। গোটা ঘটনার পৃথক তদন্তের নির্দেশ দিয়েছে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলে জানা গেছে।