দ্বৈপায়ন দুবের পর এবার উচ্চমাধ্যমিকে দ্বাদশ থেকে ষষ্ঠ স্থানে উঠে এল বর্ধমানের অখিল নন্দী। বর্ধমান পৌর উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়ে দ্বাদশ স্থান পায় অখিল। তার মোট প্রাপ্ত নম্বর ছিল ৪৭৮। কিন্তু রিভিউ করার পর তার ৬ নম্বর বেড়ে গিয়ে মোট তার নম্বর দাঁড়ায় ৪৮৪।পূর্ব বর্ধমান জেলায় প্রথম স্থানের পাশাপাশি রাজ্যে ষষ্ঠ স্থান পেল। এমনিতেই এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বর্ধমানের রেজাল্ট অন্য বছরের তুলনায় খারাপ হয়েছিল। এক থেকে দশের মধ্যে কেউ ঠাঁই পায় নি। স্বাভাবিক ভাবেই এই রেজাল্টে খুশী অখিল। খুশী তার মা কাকলী দেবী ও স্কুলের শিক্ষকরা।অখিলের বাড়ি বর্ধমানের খণ্ডঘোষের সরঙ্গা গ্রামে। মা কাকলীদেবী বর্ধমান হাসপাতালের কর্মী। সেই জন্য অখিল বর্ধমানের নার্স কোয়ার্টারে থাকে মায়ের সঙ্গে। বাবা অসীম নন্দী প্রাক্তন বিমান বাহিনীর কর্মী। বর্তমানে প্রাথমিক স্কুলের শিক্ষক।
এবার উচ্চমাধ্যমিকে ষষ্ঠ বর্ধমানের অখিল নন্দী
Like Us On Facebook