রাজ্যজুড়ে কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে অভিযোগের মাঝেই উলট পুরাণ বর্ধমানের রাজ কলেজে। গত বছর থেকেই তাঁরা বাড়িতে বসেই ভর্তি প্রক্রিয়া চালু করেছেন অনলাইনে। এরফলে তোলাবাজি থেকে শুরু করে চাঁদা আদায় সহ ঝক্কিঝামেলা কমেছে অনেকটাই। ভর্তি পর্ব মিটে যাওয়ার পর শুধুমাত্র মেরিট ভেরিফিকেশনের জন্য কলেজে আসতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। তারফলে একদিকে যেমন গুরত্ব পাচ্ছে মেধা, অন্যদিকে রোখা যাচ্ছে ভর্তি নিয়ে নানান অভিযোগও।
বিগত বছরগুলিতে ভর্তি ঘিরে দূর্নীতি, তোলাবাজি, স্বজন পোষণের অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকত বর্ধমান রাজ কলেজ। গত বছর থেকে পুরোপুরি অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পুলিশও। নির্ঝঞ্ঝাটের এই প্রক্রিয়ায় খুশি পড়ুয়ারা। বুধবার পুলিশ সুপারের উপস্থিতিতে মেরিট ভেরিফিকেশন হয় পড়ুয়াদের।