টাকার অভাবে ভর্তি হতে না পারা মেধাবী ছাত্র-ছাত্রীদের ভর্তির ব্যবস্থা করল কালনা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। রাজ্যে বিভিন্ন কলেজে টাকা নিয়ে ছাত্র ভর্তির অভিযোগ উঠলেও কালনা কলেজে অন্য চিত্র দেখা গেল। টাকার অভাবে যেসব মেধাবী ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারছিল না তাদের নিজেদের পকেটের টাকা খরচ করে কালনা কলেজে ভর্তি করালো তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

এই সব অভাবী ছাত্র-ছাত্রীদের কারও বাবা খেতমজুর, কারও বাবা তাঁত শিল্পী। অভাবের মধ্যে অনেক কষ্ট করে ছেলে মেয়েদের পড়াশোনা করিয়েছেন। এবার কালনা কলেজে ভর্তি হতে গিয়ে অর্থের অভাবে থমকে যাচ্ছিল উচ্চশিক্ষা। উচ্চশিক্ষায় আগ্রহী এই রকম চার অভাবী ও মেধাবী ছাত্র-ছাত্রী সামান্য টাকার জন্য কলেজে ভর্তি হতে না পারায় কালনা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্রসংসদের দ্বারস্থ হয় তারা। ছাত্রসংসদ থেকে ভর্তি করার ব্যবস্থা করা হয় ওই চার ছাত্র-ছাত্রীকে। ভর্তি হতে পেরে খুশি ছাত্র-ছাত্রীরাও।

Like Us On Facebook