পূর্ব বর্ধমান জেলায় বালি নিয়ে অবৈধ কারবারের অভিযোগ ওঠায় এবার জোরদার অভিযানে নামতে চলেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসনের আধিকারিক, পুলিশ এবং পরিবহণ দপ্তরের আধিকারিকরা এব্যাপারে চূড়ান্ত পরিকল্পনাও গ্রহণ করলেন।
জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, এদিন বালির অবৈধ কারবার বন্ধ করা, ওভারলোডিং বন্ধ করার বিষয়ে আরও কি কি ধরণের অভিযান করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ এবং পরিবহণ দপ্তর যৌথভাবে ব্যাপক অভিযান চালাবে বলে এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, তাঁরা রুটিন মাফিক অভিযান চালান। কিন্তু এই অভিযান আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কথা বলেছেন জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়ালও। তিনি জানিয়েছেন, বালির অবৈধ কারবার বন্ধের বিষয়ে তাঁরা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন। এদিনই সে ব্যাপারে একটি সিদ্ধান্তও নেওয়া হয়েছে।