চলতি মাসের শেষের দিকেই পূর্ব বর্ধমান জেলায় প্রশাসনিক বৈঠক করতে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী। গত ৭ এপ্রিল বর্ধমান জেলাকে দুটি ভাগে ভাগ করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আসানসোল থেকেই তাঁর স্বপ্নের প্রকল্প মিষ্টি হাবের উদ্বোধন করেন। কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেও কার্যত চালুই হয়নি মিষ্টি হাব। চলতি জুন মাসের শেষে আবার পূর্ব বর্ধমান জেলা সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী। তাই মিষ্টি হাবকে দ্রুত পুরোদমে চালু করতে শুক্রবার থেকে আসরে নামলেন জেলা পরিষদ সভাধিপতি দেবু টুডু।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই মিষ্টিহাবের প্রথম দফায় মোট ১৫টি দোকান করা হয়েছে। উদ্বোধনের পর ২টি দোকান চালুও হয়। কিন্তু ক্রেতার অভাবে মার খেতে থাকে। এই অবস্থায় ঝুঁকি নিতে গড়িমসি শুরু হয় দোকানঘরগুলির দায়িত্ব নেওয়া দোকানদারদের। আর তাই মুখ্যমন্ত্রীর আগমনের আগেই পুরোদমে মিষ্টি হাব চালুর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, মিষ্টি হাবের সামনে যাতে সরকারি বাস দাঁড়ায় সেজন্য রাজ্য পরিবহণ দপ্তরকে তিনি চিঠি দিয়ে আবেদন জানিয়েছেন। পরিবহণ দপ্তরও এব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। এছাড়াও বেসরকারি বাস মালিকদের সংস্থাগুলিকেও চিঠি দিয়ে এব্যাপারে আবেদন জানানো হয়েছে। তাঁরাও সম্মতি দিয়েছেন। এরই পাশাপাশি হুগলী ও বর্ধমানের সীমান্ত এলাকা থেকে বর্ধমান শহর পর্যন্ত তাঁরা মিষ্টি হাবের সম্পর্কে ফ্লেক্স দিয়ে প্রচার চালানোর উদ্যোগ নিয়েছেন। প্রসঙ্গত, সভাধিপতি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী জুন মাসের শেষে বর্ধমানে আসতে পারেন। তার আগেই মিষ্টি হাবকে পুরোদমে চালু করা হচ্ছে। এদিনই তিনি ১৫টির মধ্যে ১০টি দোকানকে চালু করার নির্দেশ দিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যেই বাকি দোকানগুলিও চালু হয়ে যাবে।