গোপন সূত্রে খবর পেয়ে বুদবুদের সুকান্ত নগরে গলসি-১ -এর বিডিও তারক দাস ও বুদবুদ গ্রাম পঞ্চায়েতের প্রধান জীতেন বাগদি এক নাবালিকার বিয়ে রুখে দিলেন। ১৮ ফেব্রুয়ারি বুদবুদের সুকান্ত নগরের বাসিন্দা গণেশ মল্লিকের ১৫ বছরের মেয়ের সঙ্গে পাশ্ববর্তী এলাকার এক যুবকের বিয়ে ঠিক হয়।
গলসি-১ -এর বিডিও গোপন সূত্রে খবর পেয়ে বুদবুদ গ্রাম পঞ্চায়েতের প্রধান জীতেন বাগদিকে জানান। এরপর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও সরকারি আধিকারিকরা নাবালিকার বাবা গণেশ বাবুকে সরকারি নিয়ম বর্হিভূত কাজ থেকে বিরত হওয়ার কথা বোঝান। নাবালিকার বিয়ে দিলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে মেয়ে সেকথাও বলেন গণেশ বাবুকে। গণেশ বাবু সরকারি নিয়ম মেনে বিয়ে বাতিল করে মেয়ের পড়াশুনা এগিয়ে নিয়ে যাওয়ার সম্মতি দেন। পঞ্চায়েত ও প্রশাসনের আধিকারিকরা ওই নাবালিকার পড়াশুনার দায়িত্ব নেওয়ার অঙ্গিকার করেন।