চারিদিকে কন্যাশ্রী নিয়ে যখন হৈ চৈ, এমনকি নাবালিকা বিয়ে রুখতে যখন দিকে দিকে কন্যাশ্রী ক্লাব গঠন করে চলছে কর্মযজ্ঞ, সেই সময় ফের বর্ধমান শহর লাগোয়া একটি এলাকায় মাত্র ১৪ বছরের মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা রুখল প্রশাসন। রবিবার দুপুরে বর্ধমানের চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর মহুয়া গুঁই জানিয়েছেন, এদিন দুপুরে তাঁরা খবর পান শহর লাগোয়া কেন্দুলিপুকুর মাদ্রাসাপাড়ায় একটি নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এমনকি পাত্র ওই এলাকারই বাসিন্দা মুদির দোকানের কর্মচারী, সেও প্রাপ্ত বয়স্ক নয়। খবর পেয়েই পুলিশ নিয়ে চাইল্ড লাইনের ৩ সদস্যের দল হাজির হয় ঘটনাস্থলে। মুসলিম রীতি অনুযায়ী কার্যত বিয়ের প্রায় সমস্ত কাজই সম্পন্ন হয়ে গেছিল তখন। আর পুলিশকে দেখেই রীতিমত বাধা দেন এলাকার মানুষ। তা নিয়ে বেশ কিছুক্ষণ চলে গোলমালও। পরে দুই নাবালক ও নাবালিকার বিয়ে দেওয়ার অভিযোগে দুই পরিবারের কর্তাদের গ্রেপ্তার করার ভয়ে তাঁরা শেষ পর্যন্ত মুচলেখা দিয়ে ছাড়া পান। মেয়ের পিসি জহুরা বিবি জানিয়েছেন, ছোটবেলাতে তাঁর ভাইঝির মা মারা যায়। প্রায় বছর চারেক আগে মারা যায় তার বাবাও। তারপর থেকেই তাঁর কাছেই রয়েছে। আর্থিক কারণে পড়াশোনাও করতে পারেনি সে। বাধ্য হয়েই তাই বিয়ে দেওয়া হচ্ছিল। যদিও এদিন বিয়ে ভেস্তে যাওয়ায় তিনি জানিয়েছেন, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরই দুজনের মধ্যে ফের বিয়ে দেওয়া হবে।
Like Us On Facebook