আদিবাসীদের জল, জমি, অরণ্যের অধিকার রক্ষার আইনকে বাতিল না করা, আলচিকি ভাষার মাধ্যমে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পঠন-পাঠন চালু করা সহ ১৭ দফা দাবিতে মঙ্গলবার আদিবাসী সেঙ্গেল অভিযান-এর বর্ধমান শাখা মঙ্গলবার স্মারকলিপি দিল জেলাশাসককে। সংগঠনের জেলা সভাপতি লক্ষ্মীনারায়ণ মুর্মূ জানিয়েছেন, ভারতবর্ষের স্বাধীনতার ৭০ বছর পেড়িয়ে গেলেও আজও আদিবাসীরা সাংবিধানিক মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাই আজও তাদের স্মারকলিপি দিয়ে সরকারের কাছে নিজেদের অধিকার দাবি করতে হচ্ছে।
Like Us On Facebook