শুক্র ও শনিবার ঝাড়খণ্ডের বিজেপি মুখ্যমন্ত্রী রঘুবর দাস বর্ধমানে এসে বিভিন্ন দলীয় কর্মসূচীতে অংশ নেন। শুক্রবার বর্ধমানে মোদী ফেস্টের উদ্বোধন ছাড়াও দফায় দফায় বৈঠক করেন বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে। শনিবার সকাল থেকেই রঘুবর দাস একাধিক কর্মসূচীতে অংশ নেন। স্বচ্ছ ভারত অভিযানে বর্ধমানের রাজবাটি উত্তরফটক এলাকায় ঝাঁটা হাতে নামেন ভিন রাজ্যের এই মুখ্যমন্ত্রী। রাজবাটি চত্বরের এই স্বচ্ছ অভিযানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা জয় ব্যানার্জী, সন্দীপ নন্দী প্রমুখরাও। এরপর তিনি সরাসরি চলে যান ভাতারের রতনপুর গ্রামে। সেখানে বুথ কর্মীদের নিয়ে তিনি বৈঠক করেন। ভাতার থেকে এরপর তিনি সরাসরি চলে যান খণ্ডঘোষের শাঁখারি গ্রামে একটি দলিত পরিবারে। সেখানেই দুপুরের আহারাদি সারেন তিনি।
শনিবারের বিভিন্ন দলীয় কর্মসূচিতে ঝাড়খণ্ডের বিজেপি মুখ্যমন্ত্রী রঘুবর দাসের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা জয় ব্যানার্জীও। এদিন অসহ্য গরমে শাঁখারি গ্রামে অভিনেতাকে ঘর্মাক্ত অবস্থায় দেখে গ্রামের মানুষ এগিয়ে আসেন হাত পাখা নিয়ে। প্রিয় অভিনেতাকে হাতের কাছে পেয়ে গ্রামের মানুষজন ব্যস্ত হয়ে পড়েন তাঁকে একটু স্বাচ্ছন্দ দিতে। হাত পাখার হাওয়াতেই সাময়িক স্বস্তি মেলে অভিনেতার।