বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রারকে সরিয়ে নতুন অস্থায়ী রেজিস্ট্রার নিয়োগ করা হল। সোমবার বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন রেজিস্ট্রার হলেন দর্শন বিভাগের অধ্যাপক তোফাজ্জল হোসেন। গত ২৪ এপ্রিল থেকে অস্থায়ীভাবে রেজিস্ট্রার পদ সামলাচ্ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক রমেন সর। এদিনের ইসি মিটিংয়ে অধ্যাপক তোফাজ্জল হোসেনকে অস্থায়ী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে ঠিক কি কারণে এই পরিবর্তন তা জান যায়নি। যদিও একে রুটিন পরিবর্তন বলেই দাবি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
Like Us On Facebook