এক বিবাহিতের সঙ্গে মেয়ের প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকের ছোঁড়া অ্যাসিডে গুরুতর জখম হলেন প্রেমিকার মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বর্ধমানের সর্বমঙ্গলা পাড়ার মিদ্যাপুকুর এলাকায়। গুরুতর আহত অবস্থায় ৫০ বছর বয়স্ক ওই মহিলাকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বর্ধমান থানায়। আহত মহিলা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ তিনি স্থানীয় একটি তেলেভাজার দোকানে যাচ্ছিলেন। ওই সময় একটি মোটরবাইকে দুজন আসে এবং তাঁকে লক্ষ্য করে তরল পদার্থ ছুঁড়ে পালিয়ে যায়। এরপরই তাঁর চিৎকারে এলাকার মানুষজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই দুই যুবককে তিনি চিনতে পেরেছেন। তিনি আরও জানিয়েছেন, তাঁর মেয়ে কলকাতায় পড়াশোনা করছে। বেশ কিছুদিন ধরেই এক বিবাহিত যুবক তাঁকে উত্যক্ত করছিল। এব্যাপারে তিনি দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়ানোর জন্যই তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
Like Us On Facebook