ফের পথ দুর্ঘটনা বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে। নবাবহাট মোড়ে ট্যাঙ্কারের ধাক্কায় মোটর বাইক আরোহী দুজনের মৃত্যু হয়। বাবা, মা মারা গেলেও গুরুতম জখম হয়েছে বাচ্চাটি। তাকে ভর্তি করা হয়েছে বর্ধমান হাসপাতালে। স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার সন্ধ্যায় একটি ট্যাঙ্কার কলকাতা অভিমুখ যাচ্ছিল। মোটর বাইকে এক দম্পতি তাঁদের শিশুকে নিয়ে তালিতের এক বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে নিজেদের বাড়ি রায়না থানার বড়কয়রাপুরে ফিরছিলেন। নবাবহাট মোড়ে দম্পতির মোটর বাইকটিকে ট্যাঙ্কারটি ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্যাঙ্কারের নীচে চাপা পড়েন টিনা বেগম (২১)। দুর্ঘটনায় বাবা বাপি দেওয়ান (২৬) ও মা টিনা বেগমের (২১) মৃত্যু হলেও প্রাণে বেঁচে যায় শিশুটি। এই ঘটনার পর নবাবহাট মোড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ক্রেন নিয়ে এসে ট্যাঙ্কারটিকে সরিয়ে টিনা বেগমের দেহ উদ্ধার করা হয়।
Like Us On Facebook