মঙ্গলবার মহাসমারোহে বর্ধমানে পালিতপুরে পালিত হল তিব্বতি বাবার আর্বিভাব উৎসব। পালিতপুরে তিব্বতি বাবার আশ্রমের মঠাধ্যক্ষ অশোকানন্দ মহারাজ জানিয়েছেন, কথিত আছে তিব্বতি বাবা প্রায় ৩০০ বছর বেঁচে ছিলেন। তিনি সমাধিস্থ হন পালিতপুরের এই আশ্রমেই। ঠিক কবে তিব্বতি বাবার জন্ম তা জানা না গেলেও তিনি মনে করেন মাঘী পূর্ণিমা তিথিতেই জন্মেছিলেন তিব্বতি বাবা।
আর তাই প্রতিবছর এই মাঘী পূর্ণিমা তিথিতে এই আবির্ভাব উৎসব পালিত হয়। প্রায় ১২ বছর ধরে এই উৎসব চলছে। উৎসব উপলক্ষ্যে আশপাশের ভক্তরাও সমবেত হন। সারাদিন ধরে চলে নাম গান, সাধু মহারাজদের প্রবচন, শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গীতি প্রভৃতি। দুপুরে খাওয়ানো হয় আগত ভক্তদের। উৎসব উপলক্ষ্যে হিন্দু মুসলিম সকলেই সমানভাবে অংশ নেন।
Like Us On Facebook