স্বাধীনতা দিবসের দিনে পড়ে থাকা ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়াল বর্ধমান স্টেশনে। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ শিয়ালদহ লোকাল বর্ধমান ইয়ার্ডে পৌছালে কয়েকজন দেখতে পান ট্রেনটির মধ্যে দুটি লাগেজ ব্যাগ ও একটি সুটকেস পড়ে আছে। তাতেই সন্দেহ দানা বাঁধে। খবর দেওয়া হয় রেল পুলিশকে।পুলিশ এসে সেগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। পরে ব্যাগ গুলিতে তল্লাশি চালিয়ে মেলে জীতেন্দ্র পান্ডে নামে এক ব্যক্তির পরিচয় পত্র। সেই সূত্রে তাঁকে খবর দেওয়া হয়। পরে রেলপুলিশের পক্ষ থেকে তার হাতে ব্যাগগুলি তুলে দেওয়া হয়। জীতেন্দ্রবাবু জানিয়েছেন, তিনি ইছাপুর রাইফেল ফ্যাক্টরীর একজন কর্মী। আজ শিয়ালদা লোকাল ধরে দুর্গাপুরে যাচ্ছিলেন। পথে জল নিতে নেমেছিলেন তখনি ট্রেনটি ছেড়ে দেয়। আর তাতেই ঘটে এই বিপত্তি।
Like Us On Facebook