কুলটি থানার রাধানগর সিনেমা হল এলাকায় অ্যাসিড আক্রমণের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করল। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাধানগর সিনেমা হল বাউরি পাড়ার বাসিন্দা রাম কুমার শর্মা রাতে বাড়ির বাইরে ঘুমোচ্ছিলেন। সেই সময় কে বা কারা তার উপর অ্যাসিড হামলা করে। এই ঘটনায় রাম কুমার শর্মা আহত হন। পরে পুলিশের কাছে লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনার তদন্তে নামে। রবিবার পুলিশ কুলটি থানার রাধানগর সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার বাসিন্দা নানকু বাহাদুর নামে এক যুবকেকে গ্রেফতার করে। রবিবার পুলিশ তাকে আসানসোল কোর্টে তোলে।
Like Us On Facebook