১১ সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণের ১২৫ বর্ষ উদযাপন উপলক্ষ্যে বর্ধমান শহরের উৎসব ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বামীজীর শিকাগো বক্তৃতার ১২৫ বর্ষ উদযাপন সমিতির পক্ষ থেকে এদিন মোটর বাইক র্যালির আয়োজন করা হয়। বর্ধমান শহরের চারটি প্রান্ত থেকে বাইক র্যালি শহরের মূল রাস্তাগুলি অতিক্রম করে পৌঁছায় শাঁখারীপুকুর উৎসব ময়দানে। উৎসব ময়দানে এদিন দীপ-স্তূতি, দীপ-প্রজ্জলন, স্বামীজীর প্রতিকৃতি উন্মোচন সহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়।
স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বর্ষ উদযাপন সমিতির সভাপতি স্বামী শ্রেষ্ঠানন্দ মহারাজ বলেন, ‘শিকাগো বক্তৃতার ১২৫ বর্ষ উদযাপনে স্বামীজীর সৈনিক হিসাবে সেই দিনটিকে স্মরণ করে স্বামীজীর বক্তৃতার বিষয়বিন্দুর মধ্যে যে গৌরব, সেই গৌরব সকল ভারতবাসীর মধ্যে জাগিয়ে তুলতে আমরা ব্রতী হয়েছি। আজ সন্ন্যাসী সমাজ এগিয়ে এসেছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে শক্তি সঞ্চারণে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে-এই সংকল্পে।’
উল্লেখ্য, ১৮৯৩ সালে বিশ্বের দরবারে খ্রীষ্ঠধর্ম বা সংস্কৃতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় আমেরিকার শিকাগোয় বিশ্ব-ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সম্মেলনে অনাহূত, অপরিচিত এক সন্ন্যাসী ১১ সেপ্টেম্বর তুলে ধরলেন ভারতবর্ষের গরিমাময় ঐতিহ্য, সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি ও পরম্পরা। প্রতিষ্ঠা করলেন সেই তত্ব যে, হিন্দুধর্ম সকল ধর্মের মাতৃ স্বরূপা।