নতুন রেলওয়ে ওভার ব্রিজ তৈরিতে উচ্ছেদ হওয়া হকারদের উপযুক্ত পুনর্বাসনের দাবিতে জেলাশাসককে স্মারকলিপি দিলেন নির্মীয়মাণ রেলওয়ে ওভার ব্রিজের উচ্ছেদ হওয়া প্রায় ৯৫ টি দোকানের ব্যবসায়ী ও তাঁদের পরিবারের লোকেরা। এদিন তাঁরা স্টেশন থেকে মিছিল করে এসে জেলাশাসকের দপ্তরে আসেন। মিছিলে পা মেলান ব্যবসায়ীদের পরিবারের কচিকাঁচা সদস্যরাও। পুনর্বাসনের দাবি মানা না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানিয়েছেন। তাঁদের অভিযোগ বর্ধমানের বর্তমান রেলওয়ে ওভার ব্রিজের অবস্থা খারাপ হওয়ায় রেল ও পৌরসভার তরফে নতুন করে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেই ব্রিজেরই অ্যাপ্রোচ রোড নির্মাণের জন্যই এই উচ্ছেদ অভিযানের নোটিশ জারী করা হয় জেলা প্রশাসনের তরফে। যদিও ব্যবসায়ীদের দাবি তাঁদের পৌরসভা রীতিমত ট্রেড লাইসেন্স দিয়ে এখানেই পূর্বে পুনর্বাসন দিয়ে বসিয়েছিল। তাই আজ আবার কেন তাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হচ্ছে কোন রকম পুনর্বাসন ছাড়ায়।
Like Us On Facebook