৭১ তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালিত হল পূর্ব বর্ধমানে। মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে জেলাশাসক দপ্তরের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মীরা। পাশাপাশি জেলার বিভিন্ন স্কুল-কলেজে স্বাধীনতা দিবস পালন করেন ছাত্রছাত্রীরা। কোথাও বর্ণাঢ্য শোভাযাত্রা, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। সামিল হন স্থানীয় মানুষও। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলার বিভিন্ন তৃণমূল কংগ্রেস অফিসে রাত ১২ টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বামফ্রন্ট কর্মীরা এদিন সকালে বর্ধমানের কার্জন গেট চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
Like Us On Facebook