আগামী ১৯ নভেম্বর মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন সজল পাঁজা। সরকারি কাজে দীঘায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার এই আকস্মিক মৃত্যুর পর এই পদটি খালি হয়ে যায়৷ মন্তেশ্বর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রয়াত সজল পাঁজার ছেলে সৈকত পাঁজা৷
তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৈকত পাঁজা (২৬) প্রয়াত সজল পাঁজার বড় পুত্র। কলকাতা লালবাবা কলেজ থেকে বি কম এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এম কম পাশ করেন। প্রত্যক্ষ রাজনীতিটা না করলেও তিনি বাবার কাছে রাজনীতির অনেক পাঠ নিয়েছেন।