রবিবার মাঝরাতে ভয়াবহ আগুনে পুড়ে গেল একটি কাগজের প্যাকিং বাক্সের গোডাউন। একইসঙ্গে আগুনের হাত থেকে রক্ষা পেলেন তিনটি পরিবারের মানুষজন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বর্ধমানের রায়ান-১ গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়ায়। ডাঙাপাড়ার বাসিন্দা সেখ আসগর জানিয়েছেন, পাড়ায় কাগজের প্যাকিং বাক্সের তার একটি গোডাউন রয়েছে। রবিবার রাতে তিনি প্রতিদিনের মতই গোডাউনের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। এই সময় হঠাৎই আগুনের আঁচ পেয়ে তিনি ঘুম থেকে উঠে পড়ে দেখেন দাউ দাউ করে জ্বলছে গোডাউনের মালপত্র। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলেও। দমকলের একটি ইঞ্জিন আসার আগেই আগুনে পুড়ে যায় গোডাউনের সমস্ত মালপত্র। একইসঙ্গে আগুনের এই লেলিহান শিখায় গোডাউনের পাশে থাকা তিনটি বাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রতিবেশী সেখ মানু জানিয়েছেন, তিনি দিনমজুরের কাজ করেন। আচমকাই রাত্রে আগুন লাগার ঘটনায় কোনোরকমে ঘরের মধ্যে রাখা জিনিসপত্র বার করতে পারলেও আসবাবপত্র সহ গোটা খড়ের চালের বাড়িই পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিবেশী ফতেমা বিবি, মহামুদি সেখরা জানিয়েছেন, রাত্রে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তাঁরা। হঠাৎই আগুন আগুন চিৎকারে ঘুম ভেঙে দেখেন ততক্ষণে দাউ দাউ করে জ্বলছে বাড়ির একাংশ। কোনোরকমে তাঁরা বাড়ির কিছু জিনিসপত্র আর প্রাণগুলো নিয়ে ঘর থেকে বেড়িয়ে আসেন। প্রতিবেশীরাই এদিন রাত্রেই আগুন নেভানোর কাজে হাত লাগান।
দমকলের ইঞ্জিন আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় তৃণমূল নেতা সেখ ডালিম জানিয়েছেন, রাত্রি প্রায় দেড়টা নাগাদ আগুন লাগার খবর শুনেই তিনি বাড়ি থেকে বেড়িয়ে আসেন। প্রতিবেশীদের নিয়ে জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। তিনি জানান, গোটা এলাকায় ঘিঞ্জি বসবাস। ফলে একটি বাড়িতে আগুন লাগলে পাশাপাশি বাড়িতে আগুন লাগার ভয় ছিল। কিন্তু গোডাউনের আগুন এতটাই তীব্র এবং দ্রুত ছড়িয়ে পড়ে যে তারই মাঝে সেখ মানুর বাড়ি পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় পাশের মাহমুদি সেখের একটি অ্যাসবেসটসের চালের বাড়ি। ফতেমা বিবির পাকা বাড়ি হলেও আগুনের লেলিহান শিখায় তার বাড়ির জানালা ও দরজাও পুড়ে যায়। এদিকে, এই আগুন লাগার খবর পেয়েই বর্ধমান ১নং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অনুপ মণ্ডল ঘটনাস্থলে আসেন। প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্তদের ত্রিপল ও চাল দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণের জন্য ব্যবস্থা নেওয়া হবে। সেখ আসগর জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হয়েছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।