এটিএমের পিন নাম্বার জেনে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা লোপাটের ঘটনা এখন আকছারই ঘটছে। কিন্তু এবার এই ঘটনা ঘটল এক শিক্ষাশ্রীর সঙ্গে। বর্ধমানের রায়ান সাতগোড়িয়ার বাসিন্দা এবং রায়ান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মৌসুমী মণ্ডলের শিক্ষাশ্রী বাবদ পাওয়া মাত্র ১০০০ টাকাও গায়েব হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় মৌসু্মী মণ্ডল বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
মৌসুমী মণ্ডল জানিয়েছে, গ্রামেরই একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখায় তার শিক্ষাশ্রীর অ্যাকাউন্ট আছে। রাজ্য সরকারের দেওয়া টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ। দুবারে মৌসুমীর অ্যাকাউন্ট থেকে পাঁচশো পাঁচশো করে মোট এক হাজার টাকা তোলা হয়েছে। মৌসুমী জানিয়েছে, এব্যাপারে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ম্যানেজারের কাছে অভিযোগ জানালে তিনি তাকে জানিয়েছেন, তার এটিএম কার্ড ব্যবহার করেই ওই টাকা তুলে নেওয়া হয়েছে। আর এতেই বিস্ময় বেড়েছে মৌসুমীর। সে জানিয়েছে, তার এটিএম কার্ডই নেই। তাহলে কিভাবে উঠল এই টাকা? যদিও এব্যাপারে কোনো সদুত্তর মেলেনি খোদ ব্যাঙ্কের পক্ষ থেকেও।
ব্যাঙ্ক ম্যানেজার জানিয়েছেন, এই অভিযোগ পাওয়ার পর তাঁরা ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছেন। কিভাবে এটা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মৌসুমীকে অন্য একটি নতুন অ্যাকাউন্ট খোলার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। যদিও মৌসুমী জানিয়েছে, লোপাট হওয়া টাকা সে ফেরত পাবে কিনা সে ব্যাপারে ব্যাঙ্ক তাকে কিছু জানায়নি। অন্যদিকে, এই ঘটনা সম্পর্কে বর্ধমান-১ ব্লকের বিডিও দেবদুলাল বিশ্বাস জানিয়েছেন, এই অভিযোগ পাওয়ার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা গোটা বিষয়টি তদন্ত করে দেখছেন।