পরিকাঠামো উন্নয়নের দাবিতে পাণ্ডবেশ্বরে শ্যামলা মাদারবনী কোলিয়ারি হিন্দি হাইস্কুলের পড়ুয়ারা পথ অবরোধ করে। বুধবার ছাত্র-ছাত্রীরা পাণ্ডবেশ্বর-বনগ্রাম রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পড়ুয়াদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ উন্নয়ন খাতে পড়ুয়াদের কাছ থেকে টাকা নিলেও স্কুলের পরিকাঠামোর কোন উন্নতি হচ্ছে না। পড়ুয়াদের আরও অভিযোগ, স্কুলে শিক্ষকের সংখ্যা কম এবং সব বিষয়ের শিক্ষক নেই। এদিন দুপুরে প্রায় দু’ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে পড়ুয়ারা। খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের আশ্বাসে পড়ুয়ারা অবরোধ তুলে নেয়।

Like Us On Facebook