সাপে কাটা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বর্ধমান হাসপাতালে। চিকিৎসার অবহেলায় মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃতের প্রতিবেশী ও পরিবারের লোকজন। বিক্ষোভ থামাতে হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়। সোমবার বর্ধমান শহরের ৫ নম্বর ইছলাবাদের বাসিন্দা বিমল বাহাদুর ছেত্রীকে সাপে কামড়ায় বাড়ির মধ্যেই। পরিবারের লোকজন তাঁকে ভর্তি করেন বর্ধমান হাসপাতালে। পরিবারের অভিযোগ, হাসপাতালের জরুরী বিভাগে দেখানোর পর তাঁকে ভর্তি করা হয় রাধারাণী ওয়ার্ডে। কিন্তু ভর্তির পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁর চিকিৎসা ঠিক মত করে নি। সন্ধ্যায় বছর ছাব্বিশের যুবক বিমল বাহাদুর ছেত্রী মারা গেলে তাঁর পরিজন ও প্রতিবেশীরা ক্ষুদ্ধ হয়ে ওঠেন। তাঁরা দোষী চিকিৎসকের শাস্তির দাবি করেন। গোটা হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনা ও বিক্ষোভ সামাল দিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় হাসপাতালে। মৃতের পরিবার বর্ধমান থানায় অভিযোগ দায়ের করে। এই বিষয়ে হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা জানান, সাপে কাটা রোগীর ক্ষেত্রে যা যা চিকিৎসার প্রয়োজন তাই করা হয়েছিল। রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত করে দেখা হবে।
Like Us On Facebook