রবিবার বর্ধমান শহরের বিধানপল্লীতে এক ফুটবল প্রতিযোগিতার ফাইনাল উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী মদন মিত্র। সংগঠকদের আয়োজন ও ফুটবল নিয়ে দর্শকদের উন্মাদনায় মুগ্ধ হয়ে প্রাক্তন মন্ত্রী বলেন, ‘কলকাতার তিন প্রধান ক্লাবের মধ্যে দুটিকে এনে বর্ধমানে প্রদর্শনী ম্যাচের আয়োজন করবেন।’ বিধানপল্লী অ্যাথলেটিক ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় মদন মিত্র ছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য। তিনিও মাঠ এবং বর্ধমানের দর্শকদের উন্মাদনা দেখে মুগ্ধ। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রাজনন্দনী ক্লাব।
Like Us On Facebook