পুর্বা কৃষ্ণনগরের প্রতিমা পেয়ে খুশি

lakshmi-puja3বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজনে এখন সকলেই ব্যস্ত। পুজো আয়োজনের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হলেও লক্ষ্মীর সাধনায় পিছপা নয় বর্ধমান। বর্ধমানের রানিগঞ্জ বাজার, তেঁতুলতলা বাজার, স্টেশন বাজার, রথতলা বাজার, বিবেকানন্দ কলেজ মোড়, বড়োনীলপুর, নতুনগঞ্জ, বি সি রোড সর্বত্রই মানুষ কেনাকাটায় ব্যস্ত।

রানিগঞ্জ বাজার, কার্জন গেট, বি সি রোড, কোর্ট চত্বর সহ বিভিন্ন এলাকায় প্রতিমা বিক্রেতারা হাজির হরেক প্রতিমার সম্ভার নিয়ে। বিভিন্ন দামে প্রতিমা পাওয়া যাচ্ছে। ৬০ থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের প্রতিমা বিক্রি হচ্ছে। সকলের পছন্দ কৃষ্ণনগরের প্রতিমা কিন্তু দাম একটু বেশি। আজ তেঁতুলতলা বাজারে ফলের বাজার দর… আপেল প্রতি কেজি ৮০-১০০ টাকা, পেয়ারা প্রতি কেজি ৩০-৪০ টাকা, নারকেল ২০ টাকা পিস, ডাব ২০ টাকা পিস, বাতাবি ১০-১৫ টাকা পিস, শাঁখআলু ৮০ টাকা প্রতি কেজি, শশা ২০-৩০ টাকা প্রতি কেজি, আনারস ৫০-৭০ টাকা পিস, চাঁপা কলা ২০-৩০ টাকা প্রতি ডজন, কাঁঠালি কলা ৪০-৫০ টাকা প্রতি ডজন। এছাড়াও দশকর্মার দোকানে উপছে পড়ছে ভিড়। বাজার আগুন হলেও কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজনে কোন খামতি নেই।

lakshmi-puja2
রানিগঞ্জ বাজারের দশকর্মার দোকানে ক্রেতাদের ভিড়