চালের দাম বাবদ প্রায় ৯ লক্ষ টাকা না মেটানোর অভিযোগে তামিলনাড়ুর এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রায়না থানার পুলিশ। ধৃত অবিনাশ সুব্রামানিয়াম তামিলনাড়ির কোয়েম্বাটুর থানার বাসিন্দা। রায়না থানার পুলিশ সেখান থেকে তাঁকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে বুধবার বর্ধমান কোর্টে পেশ করে। বর্ধমান আদালত ধৃতকে দু’দিন পুলিশ হেপাজতের নির্দেশ দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, অবিনাশবাবুর কোম্পানি রায়নার পুড়শুনা মোড়ের একটি রাইস মিল থেকে ২০১৬ সালে প্রায় ১১ লক্ষ টাকার চাল কেনে। চাল তামিলনাড়ু পৌঁছনোর পর টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন অবিনাশবাবু। কিন্তু মাত্র ২ লক্ষ টাকা দেওয়ার পর বাকি টাকা না মেটানোয় রাইস মিলটির পক্ষ থেকে রায়না থানায় অভিযোগ দায়ের করা হয়।
Like Us On Facebook