মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেনি ছেলে তাই প্রেমিকের সহযোগীতায় নিজের ছেলেকেই খুন করার অভিযোগ উঠলো মায়ের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্বস্থলীর হাফানিয়া গাছা গ্রামে। মা টুলু বিবি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরে গ্রামেরই এক যুবকের সাথে আর তা মেনে নিতে না পারায় প্রায় দিনই বিবাদে জড়িয়ে পড়ত হাফানিয়া সৌমেন্দ্র স্মৃতি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পাঠরত ছেলে সরিয়ত সেখ।কার্যত সে বাধা হয়ে উঠছিলো এই সম্পর্কের মাঝে। তাই ছক করেই ছেলেকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ আত্মীয়দের। সোমবার বিকালে সরিয়ত মায়ের সঙ্গে একসাথেই বাড়ি থেকে বের হয়। পথে স্টেশনের কাছে তাদের সঙ্গে দেখা হয় সরিয়তের বাবা জনতা সেখের। সেখানেই মা টুলু বিবি বাবার সাথে সরিয়তকে বাড়ি ফিরে যেতে বলে কিন্তু সরিয়ত বাড়ি ফিরতে অস্বীকার করে। পরে সে বাড়ি না ফিরে সিনেমা যাবে বলে সেখান থেকে চলে যায়। তারপর থেকেই তার কোনো হদিশ পাচ্ছিল না পরিবার। আজ তিনদিন পর এলাকারই এক জলাশয়ের ধার থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। পরে পুলিশের পক্ষ থেকে দেহ সনাক্ত করার কথা বলা হলেও টুলু বিবি তাতে রাজি না হওয়ায় বাবা জনতা সেখই দেহ সনাক্ত করে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী পুলিশ মা টুলু বিবিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আজ বর্ধমান পুলিশমর্গে সরিয়তের দেহের ময়না তদন্ত করা হয়।

Like Us On Facebook